রোববার (২ জুন) ভারতীয় আবহাওয়া অধিদফতরের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম বলছে, প্রচণ্ড তাপদাহের মধ্যে রেকর্ড তাপমাত্রা পোড়াচ্ছে মরুভূমির রাজ্য রাজস্থানের চুরু শহরকে।
এছাড়া উত্তর ও মধ্যাঞ্চলের অন্যান্য শহরগুলোর তাপমাত্রাও কম নয়। রাজস্থান রাজ্যের শ্রী গঙ্গানগর শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৯ ডিগ্রি সেলসিয়াস। বিকানের শহরে ৪৭ দশমিক ৯, জয়সালমিরে ৪৭ দশমিক ২ ও কোতায় ৪৬ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড হয়েছে।
অন্যদিকে যোদপুরে ৪৫ দশমিক ৬, বর্মেরে ৪৪ দশমিক ৫ এবং জয়পুরে ৪৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
এর আগে শুক্রবার (৩১ মে) শ্রী গঙ্গানগরে সর্বোচ্চ ৪৯ দশমিক ৬ এবং চুরুতে সর্বোচ্চ ৪৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো।
আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্যমতে, আগামী তিন দিন রাজস্থানসহ পূর্ব ও মধ্যাঞ্চলগুলোতে এ তাপদাহ থাকবে। পাশাপাশি পাঞ্জাব, বিদর্ভ এবং উত্তর প্রদেশের পূর্বাঞ্চল, হারিয়ানা, চণ্ডিগড় ও দিল্লির কিছু অংশে থাকবে এ তাপপ্রবাহ।
হিমাচল প্রদেশ, কাশ্মীর এবং উত্তরাখণ্ডেও রেকর্ড ছাড়াতে পারে এবারের তাপমাত্রা। এ নিয়ে ইতোমধ্যেই ‘লাল রংয়ের’ সতর্কবার্তা দেখিয়েছে আবহাওয়া অধিদফতর।
তাপমাত্রা সাধারণত ৪৫ ডিগ্রির ওপরে উঠলেই সেটাকে ‘প্রচণ্ড তাপমাত্রা’ হিসেবে ধরা হয়। আবহাওয়া কর্তৃপক্ষ এ সংক্রান্ত বিষয়ে চার ধরনের রংয়ের সতর্কবার্তা দিয়ে থাকে। সেগুলো হলো- সবুজ, হলুদ, অ্যাম্বার ও লাল। এর মধ্যে সবুজ সাধারণ ও লাল সর্বোচ্চ অতিরিক্ত তাপমাত্রার সতর্কবার্তার রং।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এসএ/এইচএ/