গত শনিবার (১ জুন) টোকিওর দক্ষিণাঞ্চলে ইয়োকোহামা শহরের শিন-সুগিতা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পাঁচ বগির স্বয়ংক্রিয় ট্রেনটি ভুল পথে প্রায় ২০ মিটার এগিয়ে বাফার স্টপের (রেললাইনের শেষপ্রান্তের প্রতিবন্ধক) সঙ্গে ধাক্কা খায়।
জাপানের ট্রেন পরিচালনা বিভাগের এ কর্মকর্তা জানান, দুর্ঘটনায় ১৪ জন আহত হলেও কারো আঘাত গুরুতর নয়।
দুর্ঘটনার পর থেকে শহরের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে, কবে নাগাদ তা ফের চালু হবে তা নিশ্চিত নয় বলেও জানান ওই কর্মকর্তা।
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় গাড়ির ব্যবহার শুরু হয়েছে। তবে, এক্ষেত্রে বেশ এগিয়ে জাপান। দেশটিতে প্রায় ৩০ বছর ধরে স্বয়ংক্রিয় ট্রেন চলছে। এতদিনে এবারই প্রথম কোনো চালকবিহীন ট্রেন দুর্ঘটনায় পড়লো।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ০২, ২০১৯
একে