প্রথম বোমাটি একটি বিশ্ববিদ্যালয়ের বাসে লাগানো ছিল। এর ২০ মিনিট পরই একই এলাকায় সড়কের পাশে দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার বলেন, আহত ২৪ জনের মধ্যে চার জন নারী। প্রথম বিস্ফারণে ঘটনাস্থলেই একজন নিহত হন। দ্বিতীয় ব্যক্তি হাসপাতালে মারা যান।
এসব বিস্ফোরণে আহমাদ জাওয়াদ ও মোহাম্মদ ফাসেহ মুতাওয়াকিল নামে দুই সাংবাদিকও আহত হন।
রোববারের এ হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রথমে শিয়া মুসলমানদের বহনকারী একটি বাসে বিস্ফোরক লাগিয়ে রাখা হয়। বিস্ফোরণের পর সাংবাদিকসহ নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বাকি দু’টি বিস্ফোরণ ঘটানো হয়।
গত বছরের এপ্রিলে কাবুলে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নয় সাংবাদিক নিহত ও অন্তত ছয় জন আহত হন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ০২, ২০১৯
একে