ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ঋণের চাপে স্ত্রী-পুত্র হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুন ৩, ২০১৯
ভারতে ঋণের চাপে স্ত্রী-পুত্র হত্যা প্রতীকী ছবি

ঢাকা: প্রথমে স্ত্রী, পরে শিশুপুত্রকে সিলিং ফ্যানে ঝুলিয়ে হত্যা করেছেন বাবা। আর, এ ঘটনা ভিডিও করেছেন তার মেয়ে। পরে মেয়ের স্বীকারোক্তিতে ঘাতক বাবাকে (৪৫)  আটক করেছে পুলিশ। 

রোববার (২ জুন) ভোর ৩টার দিকে ভারতের ব্যাঙ্গালুরুর পূর্বাঞ্চলীয় বিভূতিপুরায় লোমহর্ষক এ ঘটনা ঘটে।

অভিযুক্তের বরাতে পুলিশ জানায়, পরিবারটি একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থা (চিট ফান্ড) চালাতো।

ঋণের দায় বেশি হয়ে যাওয়ায়, এ থেকে মুক্তি পেতে সপরিবারের আত্মহত্যার সিদ্ধান্ত নেয় তারা।  

ভিডিওতে দেখা যায়, ছোট টেবিলের ওপর দাঁড়িয়ে এক ব্যক্তি তার ১২ বছর বয়সী ছেলের গলায় বিছানার চাদর পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝোলাচ্ছেন। এতে ছেলেটি কোনো বাঁধা দেয়নি। পাশেই এক নারীর (৩৮) মরদেহ পড়ে আছে। ঝুঁলিয়ে ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ছেলেটি নিথর হয়ে যায়।

এ সময় মোবাইল ফোনে ভিডিওধারণকারী মেয়েটিকে চিৎকার করতে শোনা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভোরে ১৭ বছর বয়সী মেয়েটি রাতের মর্মান্তিক ঘটনার কথা প্রতিবেশীদের জানালে তারা পুলিশকে খবর দেয়।

মেয়েটির জবানবন্দি নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।  

ঋণের দায়ে ভারতে সপরিবারে আত্মহত্যার ঘটনা এটিই প্রথম নয়। গত বছর দিল্লির বুরারিতে এ কারণে এক পরিবারের ১১ জন প্রাণ বিসর্জন দেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।