ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে ট্রলি-ট্রাক সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, জুন ৬, ২০১৯
উত্তর প্রদেশে ট্রলি-ট্রাক সংঘর্ষে নিহত ৬ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রলি। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে ট্রাক ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষে অন্তত ছয় জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। 

বুধবার (৫ জুন) রাতে রাজ্যের হার্দই জেলার সদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ট্রাক্টর ট্রলিটি ৪২ জন যাত্রী নিয়ে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

হার্দইয়ের সার্কেল অফিসার বিজয় সিনহা রানা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সংঘর্ষে যাত্রীবাহী ট্রলিটি গড়াগড়ি খেয়ে পাশের একটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। বাকি তিনজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আহতদের মধ্যে ১৬ জন হার্দই জেলা হাসপাতালে ভর্তি। বাকিদের বিলগ্রাম কমিউনিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে লক্ষ্ণৌ পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।