ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১২ হাজার টাকা ঋণের জন্য শিশুর চোখ উপড়ে, শ্বাসরোধে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, জুন ৭, ২০১৯
১২ হাজার টাকা ঋণের জন্য শিশুর চোখ উপড়ে, শ্বাসরোধে হত্যা প্রতীকী ছবি

ঢাকা: মাত্র ১২ হাজার টাকা ঋণ সময়মতো পরিশোধ করতে না পারায় দম্পতির আড়াই বছরের শিশুর চোখ উপড়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের আলীগড় জেলার তপপাল শহরে ঘটেছে এ বর্বরতম ঘটনা।

পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার তিন দিন পর গত রোববার (২ জুন) মেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

কুকুরের মুখে মানবদেহের অংশবিশেষ দেখার পরই আর্বজনার স্তূপে মরদেহটি খুঁজে পাওয়া যায়।

হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে আটক দু’জন শিশুটির পাশের বাড়িতে থাকতেন।

প্রাথমিক তদন্তে আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ঋণ পরিশোধ নিয়ে দ্বন্দ্বের কারণে বাবা-মাকে শিক্ষা দিতে শিশুটিকে হত্যা করা হয়েছে।

আলীগড় পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট আকাশ কুলহারি বলেন, শিশুটিকে খুঁজে না পেয়ে গত ৩১ মে একটি অপহরণ মামলা করেন তার পরিবার। তিন দিন পর শিশুটির মরদেহ পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ও তারা অপরাধ স্বীকার করেছে। শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। এটা (হত্যাকাণ্ড) ব্যক্তিগত শত্রুতার জেরে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভুক্তভোগী পরিবার ও স্বজনরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।