ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কংগ্রেসের দুর্দশা চলছেই, দল ছাড়লেন আরও ১২ নেতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, জুন ৭, ২০১৯
কংগ্রেসের দুর্দশা চলছেই, দল ছাড়লেন আরও ১২ নেতা ফাইল ফটো

ঢাকা: ভারতের লোকসভা নির্বাচনে টানা দ্বিতীয়বার ভরাডুবির পর থেকেই দল ছাড়ার হিড়িক পড়েছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসে। রাজস্থান, পাঞ্জাবের পর এবার দক্ষিণের রাজ্য তেলেঙ্গানাতেও শুরু হয়েছে গণপদত্যাগ। 

রাজ্যের ১৮ আইনপ্রণেতার মধ্যে ১২ জন কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতিতে (টিআরএস)।  

মুখ্যমন্ত্রী এসব নেতাদের কিনে নিয়েছেন বলে অভিযোগ করেছেন রাজ্য কংগ্রেসের নেতারা।

তবে, বিদ্রোহীদের দাবি, চন্দ্রশেখরের নীতি-আদর্শ ও দূরদর্শিতায় আকৃষ্ট হয়েই তার দলে যোগ দিয়েছেন, এর পেছনে আর কোনো কারণ নেই।

সদ্য দলত্যাগী কংগ্রেস নেতা গন্দ্রা ভেংকাটা রামানা রেড্ডি বলেন, আমরা ১২ জন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বকে সমর্থন জানাচ্ছি। বিষয়টি স্পিকারকেও জানিয়েছি। আমাদের টিআরএসে যুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের বিপরীতে মাত্র ৫২টি আসনে জয় পায় রাহুল গান্ধীর দল কংগ্রেস। এরপর থেকেই চলছে বিভিন্ন রাজ্যের নেতাদের পদত্যাগ ও দলত্যাগের জোয়ার।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।