ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিগত সংঘাতে মালিতে নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জুন ১১, ২০১৯
জাতিগত সংঘাতে মালিতে নিহত শতাধিক ঐতিহ্যবাহী এ ধরনের ঘরেই বসবাস করে আসছেন দোগান জাতিগোষ্ঠীর লোকজন

পূর্ব আফ্রিকার দেশ মালিতে জাতিগত সংঘাতের জেরে শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার পর বেশিরভাগ মরদেহ ‍পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মালির কেন্দ্রীয় সাংগা শহরের নিকটবর্তী সোবানি-কৌ এলাকার দোগান জাতিগোষ্ঠীর উপর বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায়। এতে শতাধিক মানুষের মৃত্যু হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর ওই এলাকার গ্রামবাসীর উপর বন্দুকধারীরা গুলি চালিয়ে হত্যাযজ্ঞ ঘটায়। এখন পর্যন্ত ৯৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ।  

পার্শ্ববর্তী বাংকাস এলাকার মেয়র একটি সংবাদমাধ্যমকে বলেন, রাতের আঁধার নামার পর সোবানি-কৌ এলাকার দোগান জাতিগোষ্ঠীর লোকজনের উপর বন্দুকধারীরা হামলা চালায়।

এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ৯৫ জন মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানায়, এখনো ১৯ জন নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য জানাতে পারেনি মন্ত্রণালয়।

এর আগে গত মার্চে একই অঞ্চলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩০ জনের মৃত্যু হয়। এছাড়া গত ৩১ মে এক প্রতিবেদনে দেশটিতে কর্মরত জাতিসংঘ মিশন জানায়, মালিতে নিরাপত্ত পরিস্থিতি ‘ক্রমেই অবনতি’ হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুন ১০, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।