আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মালির কেন্দ্রীয় সাংগা শহরের নিকটবর্তী সোবানি-কৌ এলাকার দোগান জাতিগোষ্ঠীর উপর বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায়। এতে শতাধিক মানুষের মৃত্যু হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর ওই এলাকার গ্রামবাসীর উপর বন্দুকধারীরা গুলি চালিয়ে হত্যাযজ্ঞ ঘটায়। এখন পর্যন্ত ৯৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
পার্শ্ববর্তী বাংকাস এলাকার মেয়র একটি সংবাদমাধ্যমকে বলেন, রাতের আঁধার নামার পর সোবানি-কৌ এলাকার দোগান জাতিগোষ্ঠীর লোকজনের উপর বন্দুকধারীরা হামলা চালায়।
এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ৯৫ জন মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানায়, এখনো ১৯ জন নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য জানাতে পারেনি মন্ত্রণালয়।
এর আগে গত মার্চে একই অঞ্চলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩০ জনের মৃত্যু হয়। এছাড়া গত ৩১ মে এক প্রতিবেদনে দেশটিতে কর্মরত জাতিসংঘ মিশন জানায়, মালিতে নিরাপত্ত পরিস্থিতি ‘ক্রমেই অবনতি’ হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুন ১০, ২০১৯
জেডএস