ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওমান সাগরে জাহাজে হামলার ঘটনায় দায়ী ইরানই: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
ওমান সাগরে জাহাজে হামলার ঘটনায় দায়ী ইরানই: যুক্তরাষ্ট্র

ঢাকা: ওমান উপসাগরে দু’টি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।

শুক্রবার (১৪ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার (১৩ জুন) উপসাগরে দু’টি তেলবাহী জাহাজে হামলার ঘটনার পেছনে ইরানই রয়েছে বলেই দাবি করছে যুক্তরাষ্ট্র।

এর প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেনাবাহিনী।

ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণ হওয়া দু’টি জাহাজের একটি থেকে অবিস্ফোরিত মাইন সরিয়ে নিচ্ছে ইরানের বিশেষ বাহিনী।  

এছাড়া নিজেদের দাবির প্রমাণে কিছু ছবিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ছবিতে দেখা যায়, জাহাজটিতে কিছু অবিস্ফোরিত মাইন ছিলো। যা পরে সরিয়ে নিয়েছে ইরানের বিশেষ বাহিনী।

তবে যুক্তরাষ্ট্রের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। এর আগে ১২ মে ওমান উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহ বন্দর উপকূলে চারটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। এর এক মাস পরই ফের হামলার ঘটনা ঘটলো। ওই হামলার পেছনেও ইরান রয়েছে বলেই দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে সে সময় কোনো প্রমাণ দিতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ। সে সময়ও যুক্তরাষ্ট্রের এ দাবি প্রত্যাখ্যান করেছিল ইরান।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান, দেশ দু’টির মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। দেশ দু’টি একে অপরকে হুমকিও দিয়ে আসছে। কূটনৈতিক সুবিধাসহ সার্বিক বিবেচনায় সামরিক শক্তিতে কোনো দেশই কারো থেকে কম নয়। কোনো ধরনের উস্কানি পেলে মুহূর্তেই দেশ দু’টির মধ্যে যুদ্ধও বাঁধতে পারে বলে ধারণা করছেন অনেকেই। তবে সে ধারণা উড়িয়ে দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।