রোববার (১৬ জুন) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম জানায়, রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৫৫ মিনিটে দেশটির এনগুংরু শহর থেকে ৮৭৩ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের কেরমাদিক দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করলেও পরবর্তীতে তা বাতিল করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
এসএ/