সোমবার (২৪ জুন) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পূর্ব তিমুরের তিমুর সাগরের উপকূলে ভূমিকম্পটি অনুভূত হয়।
তবে ভূমিকম্পে ইন্দোনেশিয়া বা পূর্ব তিমুরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানায়, প্রাথমিকভাবে এ ভূমিকম্পের মাত্রা সাত দশমিক দুই রেকর্ড করা হয়েছিল।
এছাড়া এর গভীরত্ব ২২০ কিলোমিটার হওয়ায় এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছে সুনামি সতর্ক কেন্দ্র।
অন্যদিকে অস্টেলিয়ার উত্তরাঞ্চলীয় শহর ডারউইনেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ব্রডকাস্টিং করপোরেশন। তবে সেখানেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এসএ/