ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কলম্বিয়ায় গেরিলাদের মাইন বিস্ফোরণে নিহত ১৪ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০
কলম্বিয়ায় গেরিলাদের মাইন বিস্ফোরণে নিহত ১৪ পুলিশ

বোগোতা: কলম্বিয়ার কাকেতা অঞ্চলে গেরিলাদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ কর্তৃপ জানিয়েছে।



পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘মাইন বিস্ফোরণের ঘটনায় প্রথমে আমরা চার জন পুলিশের নিহতের খবর পেয়েছিলাম। বৃহস্পতিবার সেখানে পৌঁছে ১৪ জনের নিহতের ব্যাপারে নিশ্চিত হই। ’

এ ঘটনার জন্য কলম্বিয়ার পুরোনো ও শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী রেভলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-কে দায়ী করা হয়। এই গোষ্ঠীর ঘাঁটি রয়েছে কাকেতা অঞ্চলে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণস্থলে পৌঁছাতে তাদের অনেক সময় লেগেছে। কারণ যাওয়ার পথে গেরিলাদের পুঁতে রাখা কয়েকটি মাইনের মুখোমুখি হতে হয়েছে তাদের।

গত ৩১ জুলাই কাকেতা অঞ্চলে ফার্কের বিদ্রোহীরা সোলিতা নদীতে নৌকায় হামলা করে পাঁচ জন পুলিশ ও এক সেনাসদস্যকে হত্যা করে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।