ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
ভারতের সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরম গ্রেফতার

দুর্নীতির মামলার ভারতের সাবেক অর্থমন্ত্রী পি. চিদাম্বরমকে গ্রেফতার করেছে দেশটির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

বুধবার (২১ আগস্ট) রাত ১০টা নাগাদ তাকে তার দক্ষিণ দিল্লির বাসা থেকে নানা নাটকীয়তার পর গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই অফিসে নিয়ে যাওয়া হয়।

এর আগে চিদাম্বরমের বাড়ির প্রধান ফটক বন্ধ থাকায় দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন সিবিআই কর্মকর্তারা।

দলে ১৫-২০ জন সদস্য ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দাবি করে গ্রেফতারের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিদাম্বরম বলেন, ‘আমি কোনো অপরাধে অভিযুক্ত নই। এফআইআরে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। ’ 

সাংবাদিকদের সঙ্গে কথা বলে নিজ বাসভবনের যাওয়ার পর সেখানে পৌঁছান সিবিআই কর্মকর্তারা। বাসভবনে কয়েক ঘণ্টাব্যাপী নানা নাটকীয়তার পর গ্রেফতার করা হয় চিদাম্বরমকে।

দুই মেয়াদে ২০০৪ থেকে ২০০৮ এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এ কংগ্রেস নেতা।

তবে প্রথম মেয়াদের সময় ২০০৬ সালে ছেলে কার্তির হয়ে ‘আইএনএক্স মিডিয়া’ কাণ্ডে জড়িয়ে পড়ে চিদাম্বরমের নাম।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।