ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে স্কুলে ‘দুর্বৃত্তের’ হামলায় ৮ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
চীনে স্কুলে ‘দুর্বৃত্তের’ হামলায় ৮ শিক্ষার্থী নিহত

চীনে একটি প্রাথমিক স্কুলে দুর্বৃত্তের হামলায় আট শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুইজন। ঘটনায় জড়িত ৪০ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে হামলার কারণ জানা যায়নি।

কেন্দ্রীয় হুবাই প্রদেশের ইনশি শহরে সোমবার (০২ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে জানায় স্থানীয় পুলিশ। নতুন সেমিস্টারের প্রথম দিনে হামলার এ ঘটনা ঘটেছে।

 

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, হামলাকারী জু পুলিশি হেফাজতে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার কারণ পরিষ্কার নয়।

এদিকে স্থানীয় একটি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, হত্যাচেষ্টার অভিযোগে গত জুনে হামলাকারী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।  

এর আগে চলতি বছরের জুন মাসে সাংহাইয়ে একটি প্রাথমিক স্কুলের বাইরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। আর এপ্রিলে শানঝি প্রদেশে অপর এক ঘটনায় নয় শিক্ষার্থীর মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।