ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় নৌকায় অগ্নিকাণ্ডে ২৫ মরদেহ উদ্ধার 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
ক্যালিফোর্নিয়ায় নৌকায় অগ্নিকাণ্ডে ২৫ মরদেহ উদ্ধার 

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন আরও নয়জন। 

মঙ্গলবার সকালে (৩ সেপ্টেম্বর) কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমোডর ম্যাথিউ ক্রল মরদেহ উদ্ধারের ব্যাপারে নিশ্চিত করেন।  

নিখোঁজদের সন্ধানে আজও অভিযান চলছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

এ বিষয়ে ক্যাপ্টেন মনিকা রোসেস্টার এক সংবাদ সম্মেলনে বলেন, সবচেয়ে খারাপ সংবাদের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।  

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।  

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে অঙ্গরাজ্যের সান্তা ক্রুজ দ্বীপে ৭৫ ফুট দীর্ঘ ওই স্কুবা ডাইভিং নৌকায় অগ্নিকাণ্ড ঘটে। পরে সেটি ডুবে যায়। সে সময় কোনো মতে আগুননিরোধী একটি নৌকার সাহায্যে পাঁচ ক্রু নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হন।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।