ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিল্মি স্টাইলে জেল-পালালো ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
ফিল্মি স্টাইলে জেল-পালালো ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি বিক্রম গুজ্জার। ছবি: সংগৃহীত

থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার দৃশ্য ভারতীয় সিনেমায় নতুন কিছু নয়। এবার বাস্তবেও একই কাণ্ড ঘটিয়েছে সন্ত্রাসীরা। রাজস্থানের একটি থানায় সশস্ত্র হামলা করে গ্রেফতার হওয়া সঙ্গীকে ছিনিয়ে নিয়েছে তারা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজ্যের আলোয়ার শহরের একটি থানায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সকালে ছয় সন্ত্রাসী থানায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

এসময় হাজতে থাকা বিক্রম গুজ্জার নামে এক শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে পালিয়ে যায় তারা।  

পুলিশের ধারণা, তারা একে-৪৭’র মতো ভারী অস্ত্র ব্যবহার করে অন্তত ২৫ রাউন্ড গুলি ছুড়েছে। তবে, এতে কেউ হতাহত হয়নি।

জানা যায়, বিক্রম প্রতিবেশী রাজ্য হরিয়ানার ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি। তার নামে অন্তত সাতটি মামলা রয়েছে।  

শীর্ষ পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এটি রাজস্থানের সবচেয়ে দুঃসাহসী জেল-পালানোর ঘটনা। জড়িতদের আটকে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে, চলছে ব্যাপক তল্লাশি।

রাজস্থানের পুলিশ প্রধান জানান, বিক্রম গুজ্জার এর আগে হরিয়ানার মহেন্দ্রগড়ের একটি আদালত থেকেও একইভাবে পালিয়েছিলেন। তাকে ধরিয়ে দিলে এক লাখ রুপি পুরস্কারের ঘোষণাও আছে। এ গ্যাংকে গ্রেফতার করতে দুই রাজ্যের পুলিশ যৌথভাবে কাজ শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।