শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে রাজ্যের ইস্ট বাটন রাফ এলাকার লাকি’স ভালেরো গ্যাস স্টেশনে ডাকাতি করতে গিয়ে ওই দুর্বৃত্ত এ হত্যাকাণ্ড ঘটায়। লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার ফাঁকে রিয়েল ওই স্টেশনে কাজ করতেন।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ওই দুর্বৃত্ত স্টেশনে ঢুকে প্রথমে রিয়েলকে গুলি করে। পরে সেখানে থাকা নগদ অর্থ লোপাট করে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় রিয়েলকে।
রিয়েল লুইজিয়ানায় যাওয়ার আগে ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তার স্নাতক সম্পন্ন করেন। তিনি লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে ডিজিটাল ফরেনসিকস, মেমোরি ফরেনসিকস, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ম্যালওয়ার অ্যানালাইসিস ও অপারেটিং সিস্টেমের বিশেষজ্ঞ অধ্যাপক গোল্ডেন জি. রিচার্ডের অধীনে পিএইচডি করছিলেন।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এইচএ/