ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেঙ্গালুরুতে ৩০ ‘অবৈধ বাংলাদেশি’ গ্রেফতারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
বেঙ্গালুরুতে ৩০ ‘অবৈধ বাংলাদেশি’ গ্রেফতারের দাবি প্রতীকী ছবি

ভারতের কর্ণাটকে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩০ বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের দাবি করেছে রাজ্য পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুতে অভিযান চালিয়ে তাদের আটক করে বেঙ্গালুরু ক্রাইম ব্রাঞ্চ। 

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কয়েকদিন ধরে পাওয়া অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় অভিযান চালান ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। এসময় মোট ৩০ জনকে আটক করা।

 

পুলিশের দাবি, এই ৩০ জনই বাংলাদেশের নাগরিক, তাদের কাছে ভারতে বসবাস করার ভিসা ছিল না। তাদের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট’ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।  

উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের নিজদেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।