ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্ডিগো’র সার্ভার বিপর্যয়ে ভোগান্তি যাত্রীদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
ইন্ডিগো’র সার্ভার বিপর্যয়ে ভোগান্তি যাত্রীদের

ঢাকা: ভারতীয় বেসরকারি উড়োজাহাজ পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান ইন্ডিগো’র সার্ভার বিপর্যয়ে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। সার্ভার বিপর্যয়ে বিভিন্ন বিমানবন্দরে সংস্থাটির ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে অপেক্ষমান যাত্রীদের লম্বা লাইন তৈরি হয়েছে।

সোমবার (০৪ নভেম্বর) সার্ভার বিপর্যয়ের কবলে পড়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, সকাল থেকেই সম্পূর্ণ নেটওয়ার্কে আমাদের সিস্টেমের বিপর্যয় ঘটেছে।

এর ফলে আমরা আশঙ্কা করছি, সব বিমানবন্দরে আমাদের অপারেশন বাধাগ্রস্থ হবে। যত শিগগির সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

ভারতের বৃহত্তম উড়োজাহাজ পরিবহন সেবাদানকারী এ প্রতিষ্ঠানটি জানায়, তারা যাত্রীদের পরিস্থিতি সম্পর্কে সক্রিয়ভাবে তথ্য জানিয়ে আসছে।

দৈনিক এক হাজার পাঁচশ’ ফ্লাইট পরিচালনা করা এয়ারলাইন্সটি ভারতের অভ্যন্তরীণ ৬০টি এবং আন্তর্জাতিক ২৩টি গন্তব্যে যাত্রীদের উড়োজাহাজ পরিবহন সেবা দিচ্ছে।  

জানা যায়, গত সেপ্টেম্বরে ইন্ডিগো ৫৫ লাখের বেশি যাত্রীকে উড়োজাহাজ পরিবহন সেবা দিয়েছে।

কিছুদিন থেকেই প্রতিষ্ঠানটির পরিবহন সেবায় বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছিল। ভারতের উড়োজাহাজ চালনা নিয়ন্ত্রণকারী ডাইরেক্টোরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এর পরিপ্রেক্ষিতে ইন্ডিগোকে তার সব উড়োজাহাজের ত্রুটিপূর্ণ ইঞ্জিন পরিবর্তনের নির্দেশ দেয়।  

ডিজিসিএ’র নির্দেশ পালনে ব্যর্থ হওয়ায়, স্বল্পমূল্যে যাত্রীদের উড়োজাহাজ পরিবহন সেবা দেওয়া প্রতিষ্ঠানটির ফ্লাইট স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।