ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লরিতে মৃত ৩৯ ভিয়েতনামির নামপরিচয় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
লরিতে মৃত ৩৯ ভিয়েতনামির নামপরিচয় প্রকাশ মৃতদের মধ্যে রেয়েছেন ১৯ বছর বয়সী বুই থি নাং। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের এসেক্সে লরিতে পাওয়া ৩৯ মৃত ব্যক্তির নামপরিচয় প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে পরিবারের কাছে মেসেজ পাঠানো সেই ২৬ বছর বয়সী তরুণী ফাম থি ত্রা মাই ও ৩০ বছর বয়সী লে ভান হাও রয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, মৃতদের মধ্যে বেশির ভাগের বয়স ২০ থেকে ৩০ বছর। এদের মধ্যে রয়েছে ১৫ বছর বয়সী দুই কিশোর, ১০ জনের বয়স ১৯-এর নিচে, দু’জনের বয়স ৪০ এর কাছাকাছি।

তারা সবাই ভিয়েতনামের মধ্যভাগ বা উত্তরাঞ্চল থেকে এসেছিলেন।

গত ২৩ অক্টোবর মধ্যরাতে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় একটি লরির কন্টেইনার থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তাদের সবাইকে চীনা নাগরিক মনে করা হলেও পরে জানা যায়, মৃতরা সবাই ভিয়েতনাম থেকে এসেছেন। বিভিন্ন সংস্থার সহযোগিতায় প্রায় দুই সপ্তাহ পর নিশ্চিত হওয়া যায় তাদের পরিচয়। মৃতদের আঙুলের ছাপ, ডিএনএ, দাঁত, শরীরের বিভিন্ন চিহ্ন দেখে পরিচয় নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা।

মরদেহগুলো নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে এসেক্স পুলিশ।

আরও পড়ুন> লরিতে মৃত্যু: ৩৯ জনই ভিয়েতনামের নাগরিক

এদিকে, গত ২৮ অক্টোবর লরিচালক মরিস রবিনসনকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে নরহত্যাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে আয়ারল্যান্ডের ডাবলিনে গ্রেফতার এমন হ্যারিসনকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া, ৩৯ জনের হত্যাকারী সন্দেহে নর্দার্ন আয়ারল্যান্ডের দুই ভাই রোনান হিউজ (৪০) ও ক্রিস্টোফারকে (৩৪) খুঁজছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।