ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কুয়েত সরকারের পদত্যাগ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
কুয়েত সরকারের পদত্যাগ 

পারস্য উপসাগরীয় দেশ কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক আল-সাবাহ নিজ মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

বৃহস্পতিবার ক্ষমতাসীন আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর কাছে এ পদত্যাগ পত্র জমা দেন প্রধানমন্ত্রী। সরকারের মুখপাত্র তারেক আল-মাজরেমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

 

এক বিবৃতিতে আল-মাজরেম জানান, প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক আল-সাবাহ মন্ত্রিসভা পরিবর্তনের অভিপ্রায়ে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন।  

এর আগে গত মঙ্গলবার (১২ নভেম্বর) আল-সাবাহ সরকারের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ খালিদ আল-জারাহ আল-সাবাহর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দেশটির সংসদ সদস্যরা। তারপরপরই সরকারের পক্ষ থেকে এ পদত্যাগপত্র এলো। এর আগে চলতি মাসেই এ সরকারের অর্থমন্ত্রী নায়েফ আল-হাজরাফ ও গণপূর্ত মন্ত্রী জেনান বুশেহরি পদত্যাগ করেন।

কুয়েতে প্রায়ই নির্বাচিত আইনপ্রণেতারা প্রশ্নবিদ্ধ হলে কিংবা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এলে মন্ত্রিসভার পদত্যাগের ঘটনা ঘটে।  

ক্ষমতাসীন আমির এখনও ওই পদত্যাগপত্র অনুমোদন দেননি। অনুমোদনের পর তিনি নতুন করে মন্ত্রিসভা গঠনের অনুরোধ জানাবেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এইচজে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।