ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আলবেনিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
আলবেনিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ায় ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৮-তে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে দেশটির রাজধানী তিরানা ও এর আশপাশের অঞ্চলে রিখটার স্কেলে ছয় দশমিক চার মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।

শেষ খবর অনুযায়ী, ভূমিকম্পের আঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন এবং আহত হয়েছেন প্রায় ৩৫০ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় ভোর ৪টায় এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল তিরানা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে। যার গভীরত্ব ছিল ১০ কিলোমিটার।

বর্তমানে সেখানে উদ্বারকাজ চলছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে ভূমিকম্পের তিন ঘণ্টা পরেও শহরটিতে মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এছাড়া মূল ভূমিকম্পের আগেও বেশ কয়েকবার মৃদু কম্পন আলবেনিয়াসহ পুরো বলকান অঞ্চলে অনুভূত হয়েছে বলে জানা যায়।

আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিগত ৩০ বছরের মধ্যে এটিই আলবেনিয়ার সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।

এর আগে ১৯৭৯ সালে আলবেনিয়ায় ছয় দশমিক নয় মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল ১৩৬ জন। সেসময় আহত হয়েছিল প্রায় এক হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।