ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাছ অক্সিজেন দেয় রাতে, ইমরানের বক্তব্যে ‘নতুন আবিষ্কার’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
গাছ অক্সিজেন দেয় রাতে, ইমরানের বক্তব্যে ‘নতুন আবিষ্কার’ ইমরান খান। ছবি: সংগৃহীত

ভুলভাল বক্তব্য দিয়ে বিশ্বের বড় বড় নেতাদের হাসির পাত্র হওয়ার ইতিহাস নতুন নয়। সেই তালিকায় এবার যোগ হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, গাছ রাতের বেলায় অক্সিজেন দেয়।

প্রাইমারি স্কুলের বইতেই শেখানো হয়েছে, গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ ও অক্সিজেন ত্যাগ করে। আর এর জন্য আবশ্যক যে জিনিস, সেটি হচ্ছে সূর্যের আলো।

অর্থাৎ, গাছ শুধু দিনের বেলাতেই অক্সিজেন ছাড়তে পারে।

কিন্তু, সম্প্রতি বৃত্তিপ্রদান সংক্রান্ত একটি অনুষ্ঠানে বক্তব্যকালে ইমরান খান বলেন, গাছ রাতের বেলায় অক্সিজেন তৈরি করে।  

ভাইরাল হওয়া ওই বক্তব্যের ভিডিওতে দেখা যায় পাকিস্তানি প্রধানমন্ত্রী বলছেন, গত ১০ বছরে ৭০ ভাগ সবুজ আবরণ কমে গেছে। এর পরিণতি তো ঘটবেই। কারণ গাছ বাতাস পরিষ্কার করে। তারা রাতে অক্সিজেন উৎপাদন করে আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে।  

বক্তব্যের সময় বেখেয়ালে বলে ফেললেও নেটিজেনরা এটি নিয়ে হাসিঠাট্টা করতে ছাড়েননি। তার বক্তব্য নিয়ে চলছে ট্রলের বন্যা।

কেউ বলেছেন, নতুন আবিষ্কারের জন্য ইমরানকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কারও কাছে তিনি ‘আইনস্টাইন খান’। আবার কেউ কেউ খোঁচা দিয়েছেন, ‘নয়া পাকিস্তানের গাছ ভিন্নভাবে কাজ করে’ বলে।  

অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়ুয়া হয়েও শিক্ষার্থীদের সামনে ভুল তথ্য উপস্থাপন করায় ইমরান খানের সমালোচনাও করেছেন কেউ কেউ।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।