ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাজাফের ইরানি কনস্যুলেটে ফের আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
নাজাফের ইরানি কনস্যুলেটে ফের আগুন

দ্বিতীয়বারের মতো ইরাকের দক্ষিণাঞ্চলে অবস্থিত শিয়া পবিত্র শহর নাজাফের ইরানি কনস্যুলেটে আগুন দেওয়া হয়েছে।

রোববার (০১ ডিসেম্বর) এ আগুন লাগানোর ঘটনা ঘটে বলে নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নিরাপত্তা বাহিনী জানায়, অগ্নিসংযোগের সময় ভবনটিতে কেউ অবস্থান করছিলেন না।

দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে।

অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের সন্ধান করা হচ্ছে বলে ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়।

এর আগে ২৮ নভেম্বর নাজাফের ইরানি কনস্যুলেটে প্রথমবারের মতো আগুন দেওয়া হয়েছিল।

ইরাকে চলমান বিক্ষোভে দেশটিতে ইরানি কূটনীতিক কার্যালয়ে এটি তৃতীয়বারের মতো হামলা। ৩ নভেম্বর প্রথম কারবালার ইরানি কনস্যুলেটে বিক্ষোভকারীরা হামলা করেছিলেন।

অক্টোবরের শুরু থেকেই উন্নত জীবনব্যবস্থা ও কর্মসংস্থানের ব্যবস্থাপনা এবং দুর্নীতির অবসানের দাবিতে ইরাকজুড়ে বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভে এ পর্যন্ত চারশ’র বেশি ইরাকি নিহত ও ১৫ হাজারের বেশি আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।