ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ উদ্ধারকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ উদ্ধারকর্মী নিহত ভারী বর্ষণে বন্যা হয়েছে দক্ষিণ ফ্রান্সের উপকূলীয় এলাকায়। ছবি: সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের বন্দরনগর মারসেইতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন উদ্ধারকর্মী নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (০২ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, গত এক সপ্তাহের ভারী বর্ষণে বন্যা হয়েছে দক্ষিণ ফ্রান্সের উপকূলীয় অঞ্চলে।

রোববার (০১ ডিসেম্বর) বন্দরনগর মারসেইতে বন্যার্ত মানুষের উদ্ধারকাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে তিন উদ্ধারকর্মী নিহত হয়েছেন।

এছাড়া, রোববার বন্যায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।