ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
ভারতের আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদন

নিজেদের আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিলে (সিএবি) অনুমোদন দিয়েছে ভারতীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে বিলটি সংসদে উত্থাপন করা হবে। সেখানে বিলটি পাসের জন্য ইতোমধ্যেই দলীয় সব সংসদ সদস্যকে বলে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট অধিবেশনে সবাইকে বাধ্যতামূলক হাজির থাকতে হবে।

বুধবার (০৪ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে দেশটির মন্ত্রিসভার বৈঠক হয়। এই বৈঠকে অন্যান্য কয়েকটি বিলের সঙ্গে এই নাগরিকত্ব বিলও অনুমোদন পায়।

বৈঠক শেষে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ভারতীয় সাংবাদিকদের বলেন, সিএবি ছাড়াও এ দিন জম্মু-কাশ্মীর সংরক্ষণ বিল (দ্বিতীয় সংশোধনী) ২০১৯, ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল ২০১৯ ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় বিলও অনুমোদন দেওয়া হয়েছে। পার্লামেন্টে বিল উত্থাপনের জন্য শীতকালীন অধিবেশনের বাকি সময়ে দলীয় সব সংসদ সদস্যকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, এ বিল পাস হলে পাকিস্তান ও আফগানিস্তানের অনেক অবৈধ নাগরিক ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এছাড়া তারা আশঙ্কা করছেন, বিলটি পাস হলে, পাল্টে যাবে জনবিন্যাসের ধরন, কবে যাবে কাজের সুযোগ আর হ্রাস পাবে নিজস্ব সংস্কৃতি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।