ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরায়েলের রহস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উদ্বিগ্ন তেহরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
ইসরায়েলের রহস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উদ্বিগ্ন তেহরান

ইসরায়েলের রহস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে ইরান দাবি করেছে, পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং ইরানে হামলা করার জন্যই এটি তৈরি করা হয়েছে।

শুক্রবার (০৬ ডিসেম্বর) ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এক টুইট বার্তায় এ উদ্বেগের কথা জানান।

টুইট বার্তায় তিনি বলেন, ‘আজ ইসরায়েল এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করলো যার লক্ষ্য ইরান।

টুইটে তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকে অভিযুক্ত করে জানান, তারা পশ্চিম এশিয়ার ‘পরমাণু অস্ত্রাগার’ একমাত্র দেশটির বিষয়ে কোনো অভিযোগই করছে না কিন্তু ইরানের সাধারণ প্রতিরক্ষার বিষয়ে তাদের চিন্তার শেষ নেই।

এর আগে শুক্রবার এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে ইসরাইল।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটবার্তায় জানায়, মধ্য ইসরাইলের এক সামরিক ঘাঁটি থেকে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এ পরীক্ষা চালানো হয়।

তবে কোন সামরিক ঘাঁটি থেকে এ পরীক্ষা করা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় তা জানায়নি।  একইসঙ্গে ক্ষেপণাস্ত্রটির অন্য কোনো তথ্যও টুইটবার্তায় প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।