ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভুয়া ফেসবুক পেইজ নিয়ে ভারতীয় সরকারি কর্মকর্তার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
ভুয়া ফেসবুক পেইজ নিয়ে ভারতীয় সরকারি কর্মকর্তার অভিযোগ

ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) কর্মকর্তা তিনা দেবী অভিযোগ করেছেন, কিছু দুর্বৃত্ত তার নামে ভুয়া ফেসবুক পেইজ খুলে সংশোধিত নাগরিকত্ব আইনের সমালোচনামূলক পোস্ট প্রকাশ করেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) তিনা দেবীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

‘আইএএস তিনা দেবী’ নামের এ পেইজটি নিজের নয় দাবি করে তিনি জানান, এ বিষয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ করবেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সম্প্রতি ভারতীয় সংসদে পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এ পেইজ থেকে এক সমালোচনামূলক পোস্ট করা হয়। হিন্দিতে লেখা এ পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলভাবে ছড়িয়ে পড়ে।

১১ সেপ্টেম্বর ভারতীয় সংসদের উচ্চকক্ষে সদস্যদের ভোটে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রস্তাব পাস করা হয়। পরে ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর ১২ ডিসেম্বর এটি আইনে পরিণত হয়।

নতুন সংশোধিত নাগরিকত্ব আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ ভারতে অমুসলিম অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।