ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো দিল্লিও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো দিল্লিও

আফগানিস্তানের হিন্দু-কুশ পর্বতমালা সংলগ্ন অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যার প্রভাব পড়েছে ভারতের রাজধানী দিল্লিসহ আশপাশের এলাকায়।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৯ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ৬ দশমিক ৩ বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো কাবুল থেকে ২৫৪ কিলোমিটার উত্তর-পূর্বে।

এদিকে ভূমিকম্পটি দিল্লির বিভিন্ন এলাকায় অনুভূত হওয়ায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যা প্রায় এক মিনিট ধরে স্থায়ী হওয়ার খবর জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

এছাড়া রাজস্থানের রাজধানী জয়পুর, পাকিস্তানের ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানানো হয়েছে।

কোনো কোনো সংবাদমাধ্যম ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বলছে।  তবে এতে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।