ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
ভেনেজুয়েলায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯ প্রতীকী ছবি

দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নয় আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এ সংবাদ জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশটির অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে উড়োজাহাজটি দেশটির পূর্বাঞ্চলীয় বলিভার রাজ্যের গুয়াসিপাতি এয়ারপোর্ট থেকে রাজধানী কারাকাসে যাচ্ছিল।

পরে নিয়ন্ত্রণ হারিয়ে মিরান্ডা রাজ্যের অস্কার মাচাদো যুলুয়াগা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নিকটে এটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটির তিন ক্রুও দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ভেনেজুয়েলার জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে বলে বিবৃতিতে জানান অ্যাটর্নি জেনারেল।  

স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, উড়োজাহাজটি দেশটির সরকারপন্থি ব্যবসায়ীদের বহন করছিল।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।