ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাথরুমে পা ফস্কে ‘স্মৃতি হারালেন’ ব্রাজিলের প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
বাথরুমে পা ফস্কে ‘স্মৃতি হারালেন’ ব্রাজিলের প্রেসিডেন্ট! ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো

নিজের আলভোরাদা প্যালেসের বাথরুমে পা ফস্কে পড়ে গিয়ে সাময়িকভাবে স্মৃতি হারিয়ে ফেলেছেন ব্রাজিলের ৬৪ বছরের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এরপর থেকে তিনি কিছুই মনে করতে পারছিলেন না।

বুধবার (২৫ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সংবাদমাধ্যম জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নিজ বাসভবন আলভোরাদা প্যালেসের বাথরুমে পা ফস্কে পড়ে আহত হন তিনি।

ঘটনার পর তাকে উদ্ধার করে ব্রাসিলিয়ার সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই হাসপাতালে তিনি এক রাত কাটান।

বাথরুমে পা ফস্কে পড়ে তার ‌স্মৃতিভ্রংশ হয়েছিলো বলে জানান বলসোনারো। পরে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে তার কিছু কিছু ঘটনার কথা মনে পড়ে যায়। এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে তার ওপর ছুরি হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে চারটি অপারেশন করতে হয় বলসোনারোর। এ মাসের গোড়ার দিকেও তিনি জানিয়েছিলেন যে, তার ত্বকের ক্যানসারের পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।