ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজারে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
নাইজারে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসীদের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নাইজারের সানাম গ্রামের ভোটার রেজিস্ট্রেশন অফিসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নিরাপত্তা বাহিনীর একটি দল।

এসময় তাদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য প্রাণ হারায়।

এর আগে গত ১০ ডিসেম্বর দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ৭১ সেনা নিহত হয়েছেন।

নাইজার, মালি, মৌরিতানিয়া, চাদ, বুরকিনা ফাসো- এ পাঁচটি দেশ মিলে সন্ত্রাসবাদ ও জঙ্গিহামলা প্রতিরোধে জি-৫ গঠন করলেও দেশগুলোতে সন্ত্রাসী হামলা ও সহিংসতা বেড়েই চলেছে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।