ঢাকা, মঙ্গলবার, ১০ আশ্বিন ১৪৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ রবিউল আউয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ঘন কুয়াশায় গাড়ি খালে, ভারতে প্রাণ গেলো ৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
ঘন কুয়াশায় গাড়ি খালে, ভারতে প্রাণ গেলো ৬ জনের ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় একটি গাড়ি খালে পড়ে ভারতের উত্তর প্রদেশে দুই শিশুসহ অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রোববার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে বৃহত্তর নয়ডার ডানকৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে গাড়িটি খেরলি খালে পড়ে গেলে এর ১১ যাত্রী গুরুতর আহত হন।

তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছয়জনকে মৃত ঘোষণা করেন। বাকিরা এখনো চিকিৎসাধীন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা শূন্যের কোটায় নেমে আসায় এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa