ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চালকবিহীন বিমান হামলায় পাকিস্তানে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০
চালকবিহীন বিমান হামলায় পাকিস্তানে নিহত ১৪

মিরানশাহ: পাকিস্তানের আদিবাসী অঞ্চলে দুটি মার্কিন চালক বিহীন বিমান থেকে বুধবার হামলা হয়েছে। এতে ১৪ জন জঙ্গি নিহত হয়েছে।

স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন।

উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী শহর মিরানশাহের ৫ কিলোমিটার উত্তরপশ্চিমের ডানডি ডারপাখেল গ্রামে প্রথম হামলাটি চালানো হয়। ওই এলাকাটি তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা আব্দুল আজিজ বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলায় কমপক্ষে ১০ জন জঙ্গি নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

উত্তর ওয়াজিরিস্তান থেকে ৪০ কিলোমিটার দূরে অপর একটি চালক বিহীন বিমান হামলায় আরও দুই জঙ্গি নিহত হয়েছেন।

২০০৮ সালের পর থেকে ১২২ টি চালক বিহীন বিমান হামলায় কমপক্ষে ১০৪০ জন নিহত হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।