ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে ২০ হাজার অভিবাসী শ্রমিক কোয়ারেন্টিনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
সিঙ্গাপুরে ২০ হাজার অভিবাসী শ্রমিক কোয়ারেন্টিনে ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ২০ হাজার অভিবাসী শ্রমিককে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে বললো সিঙ্গাপুর।

সোমবার (০৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

অভিবাসী শ্রমিকদের দু’টি ডর্মিটরিতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

এগুলোর একটিতে ১৩ হাজার শ্রমিক থাকেন এবং এর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ৬৩ জনের শরীরে। আরেকটিতে থাকেন ৬ হাজার ৮শ’ শ্রমিক এবং করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৮ জন।

এসব অভিবাসী শ্রমিকের বেশিরভাগই দক্ষিণ এশিয়া থেকে আগত পুরুষ, যারা নির্মাণকাজের সঙ্গে যুক্ত।

কোয়ারেন্টিনে থাকা অবস্থায় শ্রমিকরা বেতন ও তিনবেলা খাবার পাবেন। তবে ডর্মিটরিতে অপরিচ্ছন্নতা ও জনবহুলতা নিয়ে অভিযোগ করেছেন অনেকে।

সরকার জানায়, ডর্মিটরিগুলোতে সংক্রমণ বাড়তে থাকায় শ্রমিকদের নিরাপত্তা এবং জনগণকে সুরক্ষার জন্য তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে সিঙ্গাপুরের কার্যক্রম প্রশংসিত হলেও গণসংক্রমণ বাড়তে শুরু করেছে সেখানে।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত এক হাজার তিনশতাধিক কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ছয়জন।

রোববার (০৫ এপ্রিল) ১২০ জন রোগী শনাক্ত হয়েছেন, যা একদিনে সর্বাধিক। সংক্রমণ রোধে মঙ্গলবার (০৭ এপ্রিল) থেকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সিঙ্গাপুরে প্রায় ৫৭ লাখ মানুষের বাস, যাদের মধ্যে বিদেশি শ্রমিকের সংখ্যা ১৪ লাখেরও বেশি।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।