ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে সোমালিয়ায় মন্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
করোনা ভাইরাসে সোমালিয়ায় মন্ত্রীর মৃত্যু ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর খবর দিলো সোমালিয়ায়। দেশটির স্বায়ত্তশাসিত হিরশাবেল রাজ্যে আইনমন্ত্রী খলিফ মুমিন তোহো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (১২ এপ্রিল) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হিরশাবেল রাজ্যের ভাইস প্রেসিডেন্ট আলি গুদলাবে হুসেইন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

একদিন আগেই রাজ্যটির রাজধানী জওহরে করোনা ভাইরাস পরীক্ষায় পজেটিভ আসার পর সোমালিয়ার রাজধানী মগাদিশুর মারটিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

মুমিন একজন সোমালি ব্রিটিশ। ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্য ভ্রমণ করে দেশে ফেরেন তিনি।

গত বুধবার করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর খবর জানায় সোমালিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে এখন পর্যন্ত ২১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।