ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাকে দু’ফোঁটা তেল ঢাললেই করোনা শেষ: রামদেব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
নাকে দু’ফোঁটা তেল ঢাললেই করোনা শেষ: রামদেব

নিশ্চিন্ত থাকার কথা বলতে গিয়ে আমরা নাকে তেল দিয়ে ঘুমানোর কথা বলে থাকি। কিন্তু এবার ভারতের যোগগুরু রামদেব বলেছেন, নাকে তেল দিলেই নাকি করোনার বারাটা বেজে যায়। 

ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের মতো এই যোগগুরুও কথা বলে উঠলেন। এর আগে করোনা মোকাবিলায় ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতারা গোমূত্র পান থেকে শুরু করে বিভিন্ন ধরনের উদ্ভট পরামর্শ দেন।

গোমূত্র আর গোবর খাওয়ার পার্টিও করেন তারা।  

রামদেবের দাবি, যোগের পাশাপাশি নাকের ছিদ্রে দু’ফোঁটা সরিষার তেল দিলে, শ্বাসনালীতে যদি করোনা ভাইরাস থাকে তবে তা পেটে চলে যাবে। আর সেখানে অ্যাসিডে পড়ে জীবাণুগুলি মারা যাবে। সূত্র: সংবাদ প্রতিদিন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত রোগীকে জীবাণুনাশক ইনজেকশন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তার এ পরামর্শ শুনে বিশ্বব্যাপী হাসির রোল উঠেছে। চিকিৎসাবিজ্ঞানীরা হতবাক হয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।