ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রে বনের আগুনে পুড়লো ১৩৬ বাড়ি, নিখোঁজ ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১০
মার্কিন যুক্তরাষ্ট্রে বনের আগুনে পুড়লো ১৩৬ বাড়ি, নিখোঁজ ৫

কোলোরাডো: মার্কিন যুক্তরাষ্ট্রের কোলোরাডো অঙ্গরাজ্যের বৌল্ডার নগরীর কাছে ফোরমিল কেনিওন জঙ্গলে আগুন ধরে গেলে ১শ ৩৬ বাড়ি ভস্মীভূত হয়। এ সময় ৫ বাসিন্দাও নিখোঁজ হয়।



সোমবার থেকে এ আগুন জ্বলছে। কিন্তু কীভাবে তা লাগলো, এর কারণ এখনো জানা যায়নি।

এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, বাড়িঘরে আগুন লেগে যাওয়ার পরে প্রায় সাড়ে ৩ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

বর্তমানে ৬ হাজার ৪শ একর বিস্তৃত ভূমিতে এ আগুন জ্বলছে।

৩শ দমকল বাহিনীর সদস্য ও বেশকিছু বিমান আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে।

কোলোরাডোর গভর্ণর বিল রিটার আগুন নেভাতে রাজ্য তহবিল থেকে ৫ মিলিয়ন ডলার বরাদ্দ করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।