ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৩, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১০
পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৩, আহত ৬

কোয়েটা: পাকিস্তানের কোয়েটা শহরে এক গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৩ ব্যক্তি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৬ ব্যক্তি।

বালুচিস্তানের প্রাদেশিক অর্থমন্ত্রী অসিম আলী কূর্দ্দের বাসভবনের ভেতরে বৃহস্পতিবার এ বিস্ফোরণটি ঘটে।



এ বিস্ফোরণে মন্ত্রীর দুই নিরাপত্তা কর্মীও নিহত হয়েছে।

পুলিশের আইজি জেনারেল মালিক মুহম্মদ ইকবাল সাংবাদিকদের জানান, মন্ত্রীর বাসভবনের প্রাঙ্গণে পার্ক করা একটি গাড়িতে ১৫ কেজি ওজনের বোমাটি পেতে রাখা হয়েছিল।

তিনি বলেন, “ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং অন্য ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা যান। ”

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।