ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের বিরুদ্ধে আবারও ভারতের ডিজিটাল স্ট্রাইক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
চীনের বিরুদ্ধে আবারও ভারতের ডিজিটাল স্ট্রাইক!

আবারও চীনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক হাঁকালো ভারত। এবার নিষিদ্ধ করা হলো দক্ষিণ কোরিয়ার পাবজিসহ ১১৮টি চীনা অ্যাপ।

লাদাখ সীমান্তে প্রথম সংঘাতের পর ২০ ভারতীয় সেনা নিহত হলে ৪৭টি চীনা অ্যাপ বন্ধ করে দেয় দেশটি।

ভারতের সঙ্গে ফের চীনের সংঘাত নতুন করে চরম আকার ধারণ করেছে। আর তার জের ধরেই এবার ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হলো।  

দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।  

চীনা অ্যাপের সঙ্গে পাবজি কেন বন্ধ করা হলো তা স্পষ্ট নয়। পাবজি দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লু হোলের মালিকানাধীন। এই গেমটি ২০০০ সালের জাপানি ছবি ব্যাটেল রয়্যালের অনুপ্রেরণায় তৈরি। ব্লু হোল সংস্থার সঙ্গে অবশ্য চিনের শিল্পপতি মা হুয়াতেংয়ের টেনসেন্ট সংস্থার যোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।