ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশনারা আলীকে হুমকি, বিচারের মুখোমুখি বাঙালি যুবক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
রুশনারা আলীকে হুমকি, বিচারের মুখোমুখি বাঙালি যুবক

ব্রিটেনের প্রথম বাঙালি এমপি রুশনারা আলীর অফিস উড়িয়ে দেওয়ার হুমকি ও তাকে গালি দিয়ে ২৯০টি মেসেজ দেওয়ার অপরাধে বিচারের শুনানি শুরু হয়েছে হোসেন শাহ নামে এক বাঙালি যুবকের।

নিজের নির্বাচনী আসন বেথনাল গ্রিন অ্যান্ড বোতে বাঙালি ওই যুবক অনবরত হয়রানি এবং হত্যার হুমকির মুখে প্রায় ১৮ মাস অজানা শঙ্কা এবং ভয়ের মধ্যে সময় পার করেছেন লেবার পার্টির সিনিয়র এমপি রুশনারা আলী।

ওই যুবক টেক্সট মেসেজ এবং ইমেইলে এমপি রুশনারা আলীকে প্রয়াত লেবার এমপি জৌ কক্স স্টাইলে হত্যা, পেট্রোল দিয়ে কেমব্রিজ হীথ রোডে সার্জারি উড়িয়ে দেওয়ার হুমকি দেন। তিনি তাকে নিগার, মুসলিম বিরোধী ইসরায়েলের এজেন্ট এবং ভিলেন ইত্যাদি শব্দ ব্যবহার করেন। মেসেজ পাঠিয়ে অতিষ্ঠ করে তুলেছিলেন এমপি রুশনারা আলী এবং পরিবারের সদস্যদের জীবন।  অব্যাহত হুমকির মুখে ভয়ে সার্জারি পাল্টামেন্টের স্থানান্তর করতে বাধ্য হন তিনি। বুধবার, কোর্টের শুনানিতে এসব তথ্য জানানো হয়েছে।

হোসেন শাহ লন্ডনের বেথনালগ্রিনের বাসিন্দা। হাউজিং সমস্যা নিয়ে প্রথমে এমপি রুশনারা আলীর সার্জারিতে গিয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ২৯০টি টেক্সট মেসেজে এসব হুমকি দিয়েছেন হোসাইন শাহ।

আদালতে আইনজীবী ফিলিপ ম্যাকঘি জানিয়েছেন, শাহ ম্যাসেজ পাঠিয়েছেন এমপি রুশনারা আলীর ভাইকেও। অতীতে কোনো এক সময় তারা এক সঙ্গে কাজ করেছেন। এ সূত্রে তারা কিছুটা হয়তো পূর্ব পরিচিত। রুশনারার ভাইকে পাঠানো  বার্তায় হোসাইন শাহ বলেছেন, জৌ কক্স স্টাইলে এমপি রুশনারা আলীকে কিছু করার জন্যে তার অফিসে একটি হ্যান্ড (গান) নিয়ে গিয়েছিলেন।

শুনানিতে আরও বলা হয়েছে, অন্য একটি টেক্সট মেসেজে হোসাইন শাহ পেট্রোল দিয়ে সন্ত্রাসী স্টাইলে এমপি রুশনারা আলীর অফিস উড়িয়ে দেওয়ারও হুমকি দেন।

অব্যাহত এসব হুমকিতে ভীত হয়ে পড়েছিলেন এমপি রুশনারা আলী। সব সময় মনের মধ্যে অজানা ভয় নিয়ে তাকে চলাফেরা করতে হতো। ভীত হয়ে সার্জারি নিয়ে ওয়েস্টমিনস্টারে চলে যান তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে হোসেন শাহকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার ঘর থেকে দু’টি আইপ্যাড এবং একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।

এদিকে কোর্টে নিজের অপকর্মের জন্যে দুঃখ প্রকাশ করে বর্ণবাদী এবং ধর্মীয় দৃষ্টিকোন থেকে এমপি রুশনারা আলীকে হত্যা, হয়রানি এবং অফিস উড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন হোসাইন শাহ। আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে এবং আগামী শুক্রবার তার সাজা ঘোষণা করবেন বিচারক।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।