ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে ইমরান খানের গোপন আঁতাত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
ইসরায়েলের সঙ্গে ইমরান খানের গোপন আঁতাত! ইসরাইলের নিউজ চ্যানেল ‘আই২৪’কে সাক্ষাৎকার দিচ্ছেন দাহরি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একজন সিনিয়র উপদেষ্টা গতমাসে ইসরায়েল সফর করেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে।  

ইমরান খান যখন ‘প্রচণ্ড চাপের মুখেও তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান না’ বলছেন, ঠিক তখনই এমন গুজব ছড়িয়ে পড়লো।

 

বলা হচ্ছে ইসরায়েলি গণমাধ্যম এই গুজব ছড়িয়ে দিয়েছে।  

ইসরায়েলি মন্ত্রিসভার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ইসরাইল হাইয়োমসহ আরও কিছু পত্রিকা দাবি করেছে, গত ২০ নভেম্বর ইমরানের ওই উপদেষ্টা ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ইসলামাবাদ থেকে লন্ডন যান। একই এয়ারলাইন্সের বিএ১৬৫ নম্বর ফ্লাইটে তিনি তেল আবিবে পৌঁছেন। তবে ওই উপদেষ্টার নাম প্রকাশ করেনি কোনো পত্রিকাই।  

প্রতিবেদনে বলা হয়, ওই উপদেষ্টা তেল আবিবে কয়েকদিন অবস্থান করে ইসরায়েলের কয়েকজন ‘পদস্থ’ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।  

জেরুজালের পোস্টের ওয়েবসাইটে এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করা হলেও পরে তা সরিয়ে ফেলা হয়।  

অবশ্য অন্যদিকে লন্ডন-ভিত্তিক ইসলামিক থিওলজি অব কাউন্টার টেরোরিজমের (আইটিসিটি) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নূর দাহরি খবরটি সত্য বলে দাবি করেছেন।  

ইসরাইলের নিউজ চ্যানেল ‘আই২৪’কে দেয়া সাক্ষাৎকারে দাহরি দাবি করেন, ইমরানের উপদেষ্টা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে পাকিস্তানি সেনাপ্রধানের এক গোপন বার্তা পৌঁছে দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।