ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের শেয়ারবাজারে ২০২০ সালে নিট বিনিয়োগ ২২ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
ভারতের শেয়ারবাজারে ২০২০ সালে নিট বিনিয়োগ ২২ বিলিয়ন ডলার ...

ভারতের শেয়ারবাজারে ২০২০ সালে এ পর্যন্ত ২২ বিলিয়ন ডলারের বেশি নিট বিনিয়োগ হয়েছে। কভিড -১৯ কেবল বিশ্বব্যাপী মহামারি ছড়িয়েছে তা নয়, এটি ভারতের শেয়ারবাজারে বিনিয়োগের জন্য দ্বার উন্মুক্ত করেছে।

সব মিলিয়ে ভারতের অভ্যন্তরীণ বাজারের সামগ্রিক মূলধনই শুধু বৃদ্ধি পায়নি পাশাপাশি দেশটির মূল সূচকগুলো সর্বোত্তম পারফর্মিংয়ের মাধ্যমে উদীয়মান বাজারের (ইমার্জিং মার্কেট) তালিকায় স্থান করে নিয়েছে।

প্রাথমিকভাবে, লকডাউনের কারণে হওয়া ধসে শেয়ারের মূল্য আকর্ষণীয় পর্যায়ে পৌঁছায়। এর ফলে বিশ্বব্যাপী তারল্য বন্যার পাশাপাশি বিদেশি বাজারগুলোতে সুদের হার শূন্যের কোঠায় নেমে আসে। ফলে, মূলধন বাষ্পীভবন বাদেই বেশ কয়েকটি সম্পদের বিনিয়োগ থেকে রিটার্ন ফেরত আসে।

বিনিয়োগকারীরা একের পর এক সম্পদ শ্রেণিতে ঝাঁপিয়ে পড়ে, যতক্ষণ না এ বিশাল উদ্দীপনা প্যাকেজের কারণে আমেরিকান ডলার শেষ হয়ে যায়। এর ফলে, উদীয়মান বাজারগুলোতে এ জাতীয় তহবিল যোগ দেওয়ার ফলে ২০২০ সালে এখনো পর্যন্ত ভারতের বাজারে ২২ বিলিয়ন ডলারের বেশি নিট বিনিয়োগ হয়েছে। বিদেশি তহবিলের পাশাপাশি, বিশ্বের বৃহত্তম আন্তদেশীয় লকডাউনে ৬০ লাখ নতুন খুচরা বিনিয়োগকারী শেয়ার বাজারগুলোতে বিনিয়োগ করেছে।

২০২০ সালে এখনো পর্যন্ত ভারতীয় বাজারগুলোতে ২২,২৮১ মিলিয়ন ডলার বিদেশি পোর্টফোলিও প্রবাহিত হয়েছে, যা মার্কিন ডলার হিসাবে পুরো ২০১৯ এর প্রবাহের চেয়ে ৫৫ শতাংশ বেশি। তবে, ২০২০ সালের নভেম্বর পর্যন্ত দেশীয় এমএফ হাউসগুলো ৩৩ হাজার কোটি রুপিরও বেশি শেয়ার বাজার থেকে তুলে নিয়েছে।

সূত্র: গালফ নিউজ

বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।