ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আবারও চীনা নাগরিকের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
পাকিস্তানে আবারও চীনা নাগরিকের ওপর হামলা

পাকিস্তানে আবারও চীনা নাগরিকের উপর হামলার ঘটনা ঘটেছে। করাচির সুপার হাইওয়েতে একটি গাড়ীর শো-রুমে হামলা এবং শো-রুমের মালিকের দোভাষী চীনা নাগরিককে এসময় আক্রমণ করা হয়।

শোরুমের মালিক আবদুল বাসিরের অনুরোধে এ বিষয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তবে পুলিশ এখনও কোন সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুস্কৃতিকারীদের ধরতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা বিবৃতি রেকর্ড করেছে এবং অপরাধের দৃশ্যের সিসিটিভি ফুটেজ পেয়েছে।

এদিকে এই ঘটনার পর ‘সিন্ধুদেশ বিপ্লব সেনা’ নামে একটি জাতীয়তাবাদী দল এই হামলার দায় স্বীকার করেছে। সম্প্রতি করাচিতে একটি চীনা নাগরিককে আক্রমণ করার জন্য এটি দ্বিতীয় চেষ্টা। এর আগে দুজন অচেনা মোটরসাইকেল চালক চীন টাউন রেস্তোঁরায় চীনা মালিককে তার গাড়িতে বিস্ফোরক রেখে হত্যা চেষ্টা করেছিল। সেই ঘটনার দায়ও এই দল স্বীকার করেছিল।

তথ্যসূত্র: দ্য নিউজ (পাকিস্তান)

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।