ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউ ইয়ার উদযাপন করতে গিয়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
নিউ ইয়ার উদযাপন করতে গিয়ে ১১ জনের মৃত্যু

খ্রিস্টীয় নর্ববর্ষ ২০২১ উদযাপন করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন অনেকে।

শুক্রবার (১ জানুয়ারি) এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

নববর্ষ উদযাপনের সময় শুধু দক্ষিণ-পশ্চিম বসনিয়া অ্যান্ড হার্জগোভিনার একটি কটেজে আটজন নারী-পুরুষ কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়ায় মারা যান বলে জানিয়েছে দেশটির পুলিশ। নিহতরা সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী।

পূর্ব ফ্রান্সে আতশবাজি বিস্ফোরণে ২৫ বছর বয়সী এক যুবক মারা গেছেন। একইভাবে জার্মানিতে বাড়িতে আতশবাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মারা গেছেন ২৪ বছর বয়সী এক যুবক। জার্মানিতে একই ধরনের ঘটনায় আরো কয়েকজন আহত রয়েছেন।

এছাড়া নববর্ষ উদযাপনী বন্দুকের গুলিতে লেবাননে এক সিরিয়ান শরণার্থী নারীর মৃত্যু হয়েছে। ইরাকে একইভাবে মারা গেছেন একজন। আহত অন্তত ১৫।

তুরস্কে নরওয়েজিয়ান ফুটবলার ওমর এলাবডেল্লাউই আতশবাজি থেকে দুর্ঘটনায় পতিত হয়ে চোখের ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার দুই চোখই ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

বিশ্বের বিভিন্ন প্রান্তে এভাবে আরো অনেক ব্যক্তি আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।