ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় কূটনীতিককে স্মরণ করলেন ব্রিটিশ এমপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
ভারতীয় কূটনীতিককে স্মরণ করলেন ব্রিটিশ এমপি

ব্রিটেনের বার্মিংহামে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের হাতে নিহত ভারতীয় কূটনীতিক রবীন্দ্র হরেশ্বরকে স্মরণ করেছেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান।  

১৯৮৪ সালে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) সদস্যরা তাকে অপহরণের পর হত্যা করে।

রবীন্দ্র হরেশ্বরকে স্মরণ করে ব্ল্যাকম্যান তার টুইটার হ্যান্ডেলে লেখেন, আজ আমরা স্মরণ করছি তরুণ ভারতীয় কূটনীতিক রবীন্দ্র হরেশ্বর হত্যাকাণ্ডের কথা, যাকে ১৯৮৪ সালের ৩ ফেব্রুয়ারি বার্মিংহামে অপহরণ করা হয়। তারা এক মিলিয়ন পাউন্ড মুক্তিপণ দাবি করে এবং এরপর ১৯৮৪ সালের ৬ ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয়।

রবীন্দ্র হরেশ্বর বার্মিংহামে ভারতীয় হাই কমিশনের সহকারী কমিশনার ছিলেন। ১৯৮৪ সালের ৩ ফেব্রুয়ারি জেকেএলএফ তাকে অপহরণ করে।

জেকেএলএফ এই ঘটনার দায় স্বীকার করে এবং এক মিলিয়ন পাউন্ড মুক্তিপণ দাবি করে। এর ৩ দিন পর বার্মিংহামের একটি রাস্তার পাশে তার মৃতদেহ পাওয়া যায়।  

জেকেএলএফের প্রতিষ্ঠাতা মকবুল ভাটের মুক্তির দাবিতে সমঝোতার প্রচেষ্টায় তাকে অপহরণ করে হত্যা করা হয়।

ভারত সন্ত্রাসীদের সাথে সমঝোতা করতে অস্বীকৃতি জানায় এবং ১৯৮৪ সালের ১১ ফেব্রুয়ারি ভাটকে ফাঁসিতে ঝোলানো হয়। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।