ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নভেম্বরে চিলির খনি শ্রমিকরা মুক্ত হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০
নভেম্বরে চিলির খনি শ্রমিকরা মুক্ত হতে পারে

কোপিয়াপো: চিলির খনিতে আটকে থাকা ৩৩ শ্রমিককে নভেম্বরের প্রথমদিকে মুক্ত করা সম্ভব হবে। চিলির প্রধান প্রকৌশলী বুধবার এ আশাবাদ ব্যক্ত করেন।



উদ্ধার কাজের সমন্ময়কারী রেনে অ্যাগুইলার জানান, শ্রমিকদের উদ্ধার করতে ৭০০ মিটার পর্যন্ত খনন করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘নভেম্বরের প্রথম দিন আমরা তাদের কাছে যেতে পারবো। তাদের উদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ’

অ্যাগুইলার আরও জানান, দ্রুত খননে সক্ষম এমন একটি যন্ত্র ঘটনাস্থলে পৌঁছেছে। এর সাহায্যে খাদ্য সরবরাহের সুড়ঙ্গ আরও বড় করা হয়েছে। ওই সুড়ঙ্গ পথেই তাদের উদ্ধারের চেষ্টা চলছে।  

তেল কূপ খননের জন্য ব্যবহৃত ফুটবল মাঠের সমান বড় যন্ত্র দিয়ে ১৮ সেপ্টেম্বর থেকে তৃতীয় সুড়ঙ্গটি খননের কাজ শুরু হবে।

‘অপারেশন সান লোরেঞ্জ’ নামের উচ্চাভিলাষী এ উদ্ধার কাজে মার্কিন মহাকাশ সংস্থা নাসার সাহায্যও নেয়া হয়েছে।

অ্যাগুইলার আশা প্রকাশ করেন, ডিসেম্বরের প্রথম দিকে আটকে পড়া শ্রমিকরা তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারবেন।

গত ৫ আগস্ট থেকে ৩৩ শ্রমিক ৩০০ মিটার নিচে আটকে আছে।

চিলির প্রত্যন্ত আটাকামা মরুভূমির সান জোসে খনি ধসে পড়ার দু’সপ্তাহেরও বেশি সময় পর বেঁচে থাকা ওই শ্রমিকদের সন্ধান মিলে। পরে কোজ-সার্কিট ভিডিও-এর সাহায্যে পরিবারের সঙ্গে আটকে পড়াদের যোগাযোগও হয়।


বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।