ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের জন্য ৪৫ কোটি ডলার ঋণ অনুমোদন করল আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০
পাকিস্তানের জন্য ৪৫ কোটি ডলার ঋণ অনুমোদন করল আইএমএফ

ওয়াশিংটন: বন্যা-কবলিত পাকিস্তানের পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৪৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। বুধবার সংস্থাটির প থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।



সংস্থাটির একটি বিবৃতি থেকে জানা যায়, ‘বোর্ডের (আইএমএফ) অনুমোদনের ফলে দ্রুতই জরুরি সহায়তার পুরো অর্থ দেওয়া হবে। ’

জাতিসংঘের তথ্য মতে, ছয় সপ্তাহ আগে দেশটিতে মৌসুমী বন্যা শুরু হয়েছে। এর ফলে এক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আক্রান্ত হয়েছে দুই কোটি ১০ লাখ মানুষ।

আইএমএফ জানিয়েছে, ব্যাপক বিস্তৃত ও ভয়াবহ বন্যা-পরবর্তী পাকিস্তানের দ্রুত উদ্ধারে এই অর্থ কাজে লাগবে। পাকিস্তানের প্রণয়ন করা বাজেটের ঘাটতি পূরণে সহায়তার জন্য এই ঋণ পরিকল্পনা নেওয়া হয়েছে।

আইএমএফ জানায়, ‘এই বন্যার ফলে পাকিস্তানের অর্থনৈতিক চালচিত্রের তীব্র অবনতি হয়েছে। কৃষিখাত সবচেয়ে বেশি তিগ্রস্ত হয়েছে। জিডিপির ২১ শতাংশ ও চাকরিেেত্রর ৪৫ শতাংশ কৃষিখাতের ওপর নির্ভরশীল। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।