ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চুরির অভিযোগে পাকিস্তান দূতাবাসের দুই কর্মচারী ধরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
চুরির অভিযোগে পাকিস্তান দূতাবাসের দুই কর্মচারী ধরা

দক্ষিণ কোরিয়ার পাকিস্তান দূতাবাসের দুই কর্মচারী সিউলের একটি দোকানে চুরির অভিযোগে ধরা পড়েছেন বলে পুলিশ জানিয়েছে।

দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, ইয়ংসান পুলিশ স্টেশন জানিয়েছে, ইয়ংসান জেলার ইতাইওনের একই দোকানে যথাক্রমে ১১,০০০ ওন (১০ ডলার) এবং ১,৯০০ ওন (১.৭০ ডলার) মূল্যের জিনিসপত্র চুরি করতে গিয়ে তারা ধরা পড়েন।

 

একজন ১,৯০০ ওন (১.৭০ ডলার), ১০ জানুয়ারি এবং অন্যজন ১১,০০০ ওন (১০ ডলার), ২৩ ফেব্রুয়ারি মূল্যের চকলেট ট্রিট চুরি করেছে বলে অভিযোগ করা হয়েছে।

চুরি হওয়ার পর দোকানের একজন কর্মচারী কিছুক্ষণের মধ্যেই একটি পুলিশ রিপোর্ট দায়ের করেন এবং আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজের মাধ্যমে সন্দেহভাজনকে পাকিস্তান দূতাবাসের ৩৫ বছর বয়সী কূটনীতিক হিসেবে শনাক্ত করে।

একটি তদন্তের পর কর্মকর্তারা সন্দেহভাজনকে না গ্রেফতার করেই মামলাটি বন্ধ করে দেন। পুলিশ উল্লেখ করেছে, দোকানের মালিক শাস্তি চাননি কারণ কূটনীতিকের একজন সহকর্মী ওই জিনিসের অর্থ প্রদান করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।