ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুথফেরত সমীক্ষায় এগিয়ে তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
বুথফেরত সমীক্ষায় এগিয়ে তৃণমূল

আট দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ২ মে (রোববার) ফল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোটগ্রহণ শেষ হওয়ার পর একে একে প্রকাশিত হচ্ছে বুথফেরত সমীক্ষার (এক্সিট পোল) ফল।

অধিকাংশ বুথফেরত সমীক্ষায় এগিয়ে রয়েছে তৃণমূল। তবে বুথফেরত সমীক্ষা ফলের একটি ইঙ্গিত, সেটা সবসময় সঠিক নাও হতে পারে।

এনটিডিভির সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন
এনটিডিভির সমীক্ষা অনুসারে, রাজ্যে ফের সরকার গড়তে চলেছে তৃণমূল। বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে, তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন, বিজেপি পেতে পারে ১০৫ থেকে ১১৫ আসন। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ১৫টি আসন।

জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জয়ের ইঙ্গিত
জন কি বাতের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, এ বারের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ১০৪ থেকে ১২১ আসন। বিজেপি পেতে পারে ১৬২ থেকে ১৮৫ আসন। জোট পেতে পারে ৩-৯টি আসন।

এবিপি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, তৃণমূল পেতে পারে ১৫৭-১৮৫ আসন
এবিপি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত রাজ্যে ১৫৭ থেকে ১৮৫ আসন নিয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল, বিজেপি পেতে পারে ৯৬-১২৫টি আসন, জোট পেতে পারে ৮ থেকে ১৬ আসন।

টাইমস নাওয়ের সমীক্ষায় তৃণমূলের জয়ের ইঙ্গিত
টাইমস নাও-সি ভোটারের সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি পেতে পারে ১১৫টি আসন, জোট পেতে পারে ১৯টি আসন।

রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত
রিপাবলিকের বুথফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১২৮-১৪৮টি আসন। বিজেপি পেতে পারে ১৩৮-১৪৮টি আসন। অন্যান্যরা পেতে পারে ৬টি থেকে ৯টি আসন।

এবিপি-সি ভোটারের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত রাজ্যে সরকার গড়তে চলেছে তৃণমূল
এবিপি-র বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, রাজ্যে সরকার গড়তে চলেছে তৃণমূল। তৃণমূলের ভোটের হার হতে পারে ৪২ শতাংশ।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।